Saturday, December 15, 2018

Windows 10 এর অটো-আপডেট থেকে মুক্তি পেতে চাইলে অনুসরণ করুন।


ধাপ: ১ Windows logo key + R একসাথে চাপুন ও Run box এলে gpedit.msc লিখে OK চাপুন।
ধাপ: ২ এই ধারাবাহিকতা অনুসরণ করুন Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Update.
ধাপ: ৩ Configure Automatic Updates এ ডাবল ক্লিক করুন।
ধাপ: ৪ Configured Automatic Updates এর বাম দিক থেকে Disabled সিলেক্ট করুন, ক্লিক করুন Apply তারপর OK করুন ।সংযুক্তি: The Group Policy ফিচার উইন্ডোজ এর Home edition এ নেই। আপনি যদি Windows 10 Professional, Enterprise, অথবা Education এডিশন ব্যবহার করে থাকেন তবে এই প্রক্রিয়ায় অটোমেটিক আপডেট বন্ধ করতে পারবেন। এরপর থেকে গ্রুপ পলিসি এডিটর নতুন আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল না করে আপনাকে আগে নোটিফাই করে নেবে। আরও মনে রাখুন, আপনি যদি আপনার উইন্ডোজের ভার্সন পরবর্তিতে আপডেট করতে চান তবে উপরোক্ত পদ্ধতির অনুসরণ করে Enabled সিলেক্ট করুন
ধন্যবাদ 🙂

No comments:

Post a Comment